জলপাইগুড়ি : কালিপুজোর রাতে দুর্ঘটনা। বাইরে থেকে আসা বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিন তলা বাড়ির একাংশ। গভীর রাত পর্যন্ত পুলিশ এবং দমকল কর্মীদের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রনে আসে।
বৃহস্পতিবার রাতে বাজির আগুনে ভস্মীভূত হয়ে গেল জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার একটি বাড়ির একাংশ। কালী পুজোর রাতে বাইরে থেকে ছিটকে আসা বাজির আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই বাড়ির তিন তলার অংশ।
আগুন লাগার সঙ্গে-সঙ্গেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে আসে দমকলের ইঞ্জিন। আসেন পুলিশকর্মীরা। বহুক্ষনের চেষ্টায় আগুন নেভে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দাউ দাউ করে জ্বলছে আগুন
আরও পড়ুন – সবজি বিক্রেতা থেকে তান্ত্রিক! কালীপুজোয় ভক্তর ঢল নামে বামা মায়ের মন্দিরে
এই ঘটনায় পরিবারের দাবি প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার কারণ জিজ্ঞেস করা হলে বাড়ির মালিক বাবু ঘোষ জানান, বাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত বাজি পটকা ফাটানোর কারণেই আগুনের ফুলকি ঘরে ঢুকে যায়। আর তারপরই আগুন ধরে এই দুর্ঘটনা ঘটেছে।