বীরভূম : বিজেপি রাজ্য সহসভাপতি জেলা সফরের দিনেই, জেলা বিজেপিতে বড়সড় ভাঙ্গন। অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি মণ্ডল সভাপতি সহ অসংখ্য বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান।
দেউচা গ্রামে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি। জানা গিয়েছে, দেউচা-পাঁচামি বাসিন্দারা তাঁকে দেখে গোব্যাক শ্লোগান তুলে কালো পতাকা দেখিয়েছে। বিজেপি রাজ্যনেতা বীরভূম জেলা সফরের দিনেই বীরভূম বিজেপিতে বড়সড় ভাঙ্গন।
আরও পড়ুন – বিজেপি নেতাকে দেখেই গো-ব্যাক স্লোগান, দেউচা-পাঁচামির বাসিন্দাদের ক্ষোভের মুখে রাজু ব্যানার্জি
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের হাত ধরে বীরভূমের মহম্মদ বাজারের বিজেপি মণ্ডল সভাপতি সহ অসংখ্য বিজেপি নেতা কর্মী যোগদান করে তৃণমূলে। দলবদলু বিজেপি নেতাদের হাতে এদিন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দলীয় পতাকা হাতে তুলে দেন।