জলপাইগুড়ি: ডুয়ার্সের অরণ্যের সৌন্দর্য এবার ট্রেনে বসেই উপভোগ করতে পারবেন পর্যটকরা। চালু হল ভিস্তা ডোম স্পেশাল ট্রেন। নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এর উদ্দেশ্যে রওনা হলো শনিবার। প্রথম দিনই কোচের ৪৪ টি আসনের মধ্যে ৪৪ টি আসনেই ছিলেন পর্যটকরা। অবশ্য পর্যটকদের সঙ্গে সাধারণ মানুষ আজকের ভিস্তা ডোমের প্রথম যাত্রার সওয়ারি হলেন।
হরিণ, বুনো হাতি, গণ্ডার ছাড়াও হরেকরকমের জীবজন্তু রয়েছে জঙ্গলে। তাঁদের জীবনযাপন দর্শকদের কাছে তুলে ধরার জন্যই বিশেষ এই ট্রেন চালু করেছে রেল দফতর। কাচের জানলার ওপার দিয়ে বন্য জন্তুদের খেলাধুলা, আদবকায়দা সহ ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করার আরও সুযোগ করে দিল এই আধুনিক রেলের কোচ। পর্যটন স্পেশাল ট্রেনটি যাতায়াতের পথে সেবক, চালসা, রাজাভাতখাওয়া, মাদারিহাট স্টেশনে দাঁড়াবে। এই রেল চালুর মধ্যে দিয়ে জুড়ে দেওয়া হল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েকে। এতে খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সকলেই।
ভিস্তা ডোম স্পেশ্যাল ট্রেনের সূচনা
আরও পড়ুন: টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে দেশজুড়ে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা
নিউ জলপাইগুড়ি থেকে এদিন ট্রেনের যাত্রাপথের সূচনা করেন আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিং। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জন বার্লা, শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শংকর ঘোষ ও শিখা চ্যাটার্জি। বৃহস্পতিবার ২৬ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ভিস্তা ডোমের ট্রায়েল রান হয়। উপস্থিত ছিলেন কাটিহারের ডিআরএম কর্নেল শুভেন্দু কুমার চৌধুরী ও এনএফ রেলওয়ের আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিং। সেদিনের সফল ট্রায়াল রানের পর ২৮ তারিখ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল এই স্পেশ্যাল ট্রেন। ট্রেনটিতে মোট ৫টি বগি ও একটি কোচ রয়েছে। দুটি এসি চেয়ার কার ও দুটি নন এসি চেয়ার কার আছে ট্রেনে। ভিস্তা ডোম স্পেশাল ট্রেনের ভাড়া ৭৭০টাকা। এসি চেয়ার কারের ভাড়া ৩১০টাকা এবং নন এসি চেয়ার কারের ভাড়া ৮৫ টাকা।
ট্রেনের ভেতর। এখানে বসেই অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা
আরও পড়ুন: শিয়ালদহ-বনগাঁ লাইনে ধস, বন্ধ রেল চলাচল