দার্জিলিং : দার্জিলিংয়ে ফের দেখা গেল ভালুক। এক মাসের মধ্যে এই নিয়ে দু’বার দার্জিলিংয়ে দেখা মিলল ভালুকের। এবারে আর রাস্তায় নয়, দার্জিলিংয়ের এক মন্দিরের সিসিটিভি ক্যামেরায় দেখা গেল ভালুকটিকে।
আরও পড়ুন : দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল ভালুকের
মঙ্গলবার রাত ১১টা নাগাদ দার্জিলিংয়ের টাইগার হিলের কাছে সিঞ্চল দেবীর মন্দিরে ভালুকটিকে দেখা যায়। মন্দিরের ভেতরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি পূর্ণবয়স্ক ভালুক মন্দিরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারাই খবর দেন বন দফতরকে। বনদফতর থেকে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে জানানো হয়েছে যে, তারা খুব শিগগিরই এই ভালুকটিকে ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই জানা গেছে, সিঞ্চল অঞ্চলে ভালুক মাঝেমধ্যেই দেখা যায়, বিশেষ করে ৬ মাইল এলকায় এবং টাইগার হিল এলাকায় ভালুক আছে বলে অনেকেরই অভিমত ছিল, কিন্তু এই প্রথম সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল ভালুকের গতিবিধি। এর আগেও দার্জিলিংয়ের জিমখানা ক্লাবের কাছেই দার্জিলিং টুরিস্ট লজের তলায় দেখা গিয়েছে একটি কালো ভালুককে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল এই দৃশ্য। সেখানে দেখা গিয়েছিল, রাতের শহরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি ভালুক।