বীরভূম : দলে থেকে গোষ্ঠী কোন্দল বরদাস্ত নয়। তাই আউসগ্রামের তৃণমূলের কার্যকরী সভাপতি খুনের ঘটনায় অভিযুক্ত ৭ তৃণমূল নেতাকে বহিষ্কার করল অনুব্রত মণ্ডল। এমনকী স্বীকার করে নিলেন, তিন বছর আগে পঞ্চয়েত নির্বাচনে জোর করে ভোট করিয়ে ভুল করেছেন। এই বার সেই ভুল হবে না। মানুষের রায় মেনে নেবেন।
রবিবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের তৃনমূল জেলা সভাপতিঅনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশীষ বন্দোপাধ্যায় ও অন্যান্য বিধায়ক এবং তৃণমূলের অঞ্চল স্তর থেকে ব্লক ও জেলা নেতৃত্ব।
তৃণমূলের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন, দলে থেকে কোনও রকম গোষ্ঠী কোন্দল বরদাস্ত করবেন না। যে কারণে এদিন পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি খুনের ঘটনায় ৭ জন তৃণমূল নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করেন অনুব্রত মণ্ডল।
এছাড়াও তিনি ভোট প্রসঙ্গ তুলে বলেন, ‘সামনেই পুরভোট দয়া করে কাজ করুন। পুরসভাতেও ভোট করব। পঞ্চায়েতেও ভোট করব। মানুষের রায়টা নেওয়া দরকার। তিন বছর আগে অন্যায় করেছি। ভয়ঙ্কর অন্যায় করেছি। এই বার বাড়ি বাড়ি যান মানুষের সঙ্গে জনসংযোগ করুন। ভোট হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। মানুষ ভোট দেবে আমরা আশা রাখি।মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছেন। আশা করি মানুষ এক বার ভুল করেছে। বার বার ভুল করবে না।’
আরও পড়ুন – দেউচা-পাঁচামি কয়লা ব্লকের আর্থিক ক্ষতিপূরণ চূড়ান্ত, কলকাতা টিভি ডিজিটালের এক্সক্লুসিভ রিপোর্ট
এদিন বীরভূমের দেউচা-পাঁচামির আর্থিক প্যাকেজ নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি। বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাঁচামি কয়লা খনি নিয়ে ব্যাপক প্যাকেজ ঘোষণা করেছেন।ওখানে বিঘা প্রতি জমির দাম দেড় লক্ষ টাকা।সরকার দিচ্ছে ১৫ লক্ষ শুধু তাই নয়, পরিবারের একজন চাকরি।পাবে এছাড়াও জমি-বাড়ি সব সরকার দেবে। তাই ওই এলাকায় স্থানীয় তৃণমূল নেতাদের অনুব্রত মণ্ডল বলেন, ওই অঞ্চল আদিবাসী অধ্যুষিত।তাই আদিবাসী ওই অঞ্চলে এখন অনেক মানুষ আছেন যারা লেখাপড়া জানেন না। কাজেই তাঁদের ভাষা অলচিকিতে তাঁদের বোঝানোরও নির্দেশ দেন তিনি।