দুর্গাপুর: দোকান ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল দুর্গাপুরের (Durgapur) এস এন ব্যানার্জি রোডে৷ এর প্রতিবাদে প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের এস এন ব্যানার্জি রোড এলাকায় জবরদখল উচ্ছেদ অভিযানে নামে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের টাউন অ্যাডমিনিস্ট্রেশন। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমির উপর তৈরি হওয়া ১০টি দোকান বিনা নোটিসে জেসিবি দিয়ে ভেঙে দেয় কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ দোকান মালিকদের। দোকান ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ থাকে এস এন ব্যানার্জি রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিসবাহিনী ও কমব্যাট ফোর্স৷ তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। এই ঘটনায় এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়৷