ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যা মামলায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই তত্পর সিবিআই। সোমবার রাতেই সিবিআই একটি দল ঝালদায় আসতে চলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে সিবিআই অফিসারদের ঘটনস্থলে যাওয়ার কথা। সূত্রের খবর, সকাল থেকেই সিবিআই বগটুইয়ের মতো ঝালদাতেও পুরোদমে তদন্তের কাজে নেমে পড়বে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা কয়েকজনের সঙ্গে কথাও বলবেন বলে তাঁদের ইমেল করে জানিয়ে দিয়েছেন।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার (Jhalda Congress Councilor Murder Case) সিবিআই (CBI) তদন্তের নির্দেশে খুশি নিহতের পরিবার। আশার আলো দেখছেন সকলেই। হাইকোর্টের এই রায়ের পরই ভিড় জমেছে নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে।
মোমবাতি হাতে তপনের বাড়িতে ঝালদাবাসির ভিড়
আরও পড়ুন- Bankura BJP Leader: জামিন পেলেন ছাতনার আইসিকে বিবস্ত্র করার হুমকি দেওয়া তিন বিজেপি নেতা
এদিন সন্ধ্যেয় ঝলদা শহরে তপনের স্মৃতিতে মোমবাতি মিছিল বেরোয়। তপনের বাড়িতেও মোমবাতি জ্বালিয়ে অনেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বেশ কিছুদিন আগেই ঝালদা জুড়ে তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্ত চেয়ে পোস্টার পড়েছিল। প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিল কংগ্রেস এবং তপন কান্দুর পরিবার। শুক্রবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তপনের স্ত্রী পূর্ণিমা। সেই মামলার রায়েই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।