ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর (Tapan Kandu Murder Case) খুনের ঘটনায় জেলা পুলিসের কাছে কেস ডায়েরির মেল চাইল সিবিআই।এই ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করবে সিবিআই। সোমবার এই মামলার (Jhala Congress Councilor Murder Case) তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে (CBI)।
সোমবার রাজ্য পুলিসের হাতে থাকা সব নথি অবিলম্বে সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই এই নির্দেশ বলেই জানান বিচারপতি।
পুলিস জানিয়েছে, জেলার পুলিশ সুপার এস সেলভা মুরগান সহ সিটের তদন্তকারি দলের অফিসার, ডিএসপি হেড কোয়ার্টার অরুণাভ ঘোষ ও এই সিটের মাথায় থাকা অতিরিক্ত পুলিস সুপার অপারেশন চিন্ময় মিত্তাল এনারা এই ঘটনার তদন্ত করছিলেন।তাঁদের কেস ডকেটই সিবিআই চেয়ে পাঠিয়েছে।তপন কান্দু হত্যা মামলার (Jhalda Congress Councilor Murder Case) সিবিআই (CBI) তদন্তের নির্দেশে খুশি নিহতের পরিবার। আশার আলো দেখছেন সকলেই।
আরও পড়ুন Jhalda Bandh: পূর্ণিমা কান্দুকে পুলিসি হেনস্তা, বুধবার ১২ ঘণ্টা ঝালদা বনধের ডাক কংগ্রেসের