তমলুক: মঙ্গলবার সকালেই পূর্ব মেদিনীপুর জেলার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ এরপরে আইনজীবীদের বসার সেরেস্তা সরিয়ে নিয়ে আসা হয় নতুন বিল্ডিংয়ের সামনে৷ তা নিয়ে আইনজীবী মহলে চরম অসন্তোষের সৃষ্টি হয়৷
তাঁদের দাবি, নতুন ভবনের আশপাশে আইনজীবীদের বসার জায়গা না-করার ফলে কাজ করতে সমস্যা হবে৷ ফলে যতক্ষণ না আইনজীবীদের বসার ব্যবস্থা করা হবে, ততক্ষণ কাজ বন্ধ থাকবে, এমনটাই জানান আইনজীবীরা। নতুন বিল্ডিংয়ে বসার জায়গার দাবিতে আইনজীবীরা পূর্ব মেদিনীপুর জেলা আদালতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুন- সীমান্তে ৬টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, তরল মাদকসহ গ্রেফতার দুই
মঙ্গলবার সকালে এই নতুন ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, আইনমন্ত্রী মলয় ঘটক। ভবনের উদ্বোধনের দিনেই এই ধরনের গন্ডগোল হওয়ায় চাঞ্চল্য ছড়ায় কোর্ট চত্বরে।