বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ে বারবার আগুন (Susunia Hill Fire) লাগছে কেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে।আগুন লাগার পিছনে কোনও চক্রান্ত রয়েছে, না কি নিছক দুর্ঘটনা- তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুশুনিয়া পাহাড়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বনদফতর। রাতভর দমকলকর্মীদের চেষ্টায় রবিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু বনদফতরের সেই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দিনের আলোতে আগুনের শিখা বোঝা যাচ্ছে না। তবে সন্ধে হলে বোঝা যাবে আগুন সত্যিই নিয়্ন্ত্রণে এসেছে কি না। এদিকে আগুন লাগার ঘটনায় প্রচুর জীবজন্তুর মৃত্যু হয়েছে বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সন্ধেয় আচমকাই শুশুনিয়া পাহাড়ের মাঝের জঙ্গলে আগুন লেগে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। উপরের অংশে আগুন লাগায় রাতের বেলায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ব্লোয়ার মেশিন দিয়ে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত ভোররাতে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে বনদফতর। যদিও কিছু কিছু অংশে এখনও আগুন জ্বলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার সন্ধেয় আগুন লাগে শুশুনিয়া পাহাড়ে। নিজস্ব চিত্র
শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা নতুন নয়৷ এর আগে বহুবার আগুন লেগেছে৷ গত বছরই পরপর দু’বার আগুন লাগে৷ অন্যান্য বারের মতই আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি৷ তবে বনদফতরের কর্মীরা জানিয়েছেন, শনিবার ছিল হোলি। সেই উপলক্ষে শুশুনিয়া পাহাড়ে বনভোজন করতে এসেছিলেন অনেকে। তাঁদের বারবার সতর্ক করা হলেও কোনও লাভ হয় না। তাঁদেরই অসাবধানতার কারণে আগুন লেগেছে মনে করছেন ছাতনা রেঞ্জের কর্মীরা।
আরও পড়ুন: Acid Attack: প্রেমের সম্পর্ক ছাড়ার চেষ্টা করায় গৃহবধূর উপর অ্যাসিড হামলা প্রেমিক শাহজাহানের
শুশুনিয়া পাহাড়ে বারবার আগুন লাগায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তারই সঙ্গে সবুজে ঢাকা শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। তাই আগুন লাগানো ঠেকাতে বনদফতরের সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি করছেন স্থানীয়রা। এখন দেখার, স্থানীয়দের দাবি মেনে ঠিক কী পদক্ষেপ নেয় বনদফতর।