হাওড়া: আজ, দুপুরে শরৎ সদনে তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির হাওড়া জেলার বহিষ্কৃত সভাপতি সুরজিৎ সাহা। এই ঘটনায় কেউ বা কারা রাতে ফেস্টুন-পোস্টার ফেলল হাওড়া শহরে! পোস্টারে লেখা, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিতে চান তাহলে সুরজিৎ সাহাকে দলে নেবেন! আর ওকে যদি নিতে হয় গণভোটের মাধ্যমে নিন!
সকালে এই পোস্টার দেখে অনেকেই অবাক হয়ে যান। কারণ, ইতিমধ্যেই তাঁকে দলে নেওয়া নিয়ে তৃণমূলের অন্দরে জলঘোলা চলছে। আর যোগদানের দিন সকালেই এ ধরনের পোস্টার পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ তৃণমূলে যোগ দিতে চলেছেন বহিষ্কৃত বিজেপি নেতা সুরজিৎ সাহা৷ আজ, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ হাওড়ার শরৎ সদনে যোগদানপর্ব হবে৷ জেলা তৃণমূল সূত্রে এ খবর জানা গিয়েছে৷
সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চাশের বেশি বিজেপি নেতা এবং সদস্যকে নিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরজিৎ। বিজেপির প্রাক্তন হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহাকে কিছুদিন আগে দল বহিষ্কার করে৷ দলবিরোধী মুখ খোলার দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি৷ তিনি জানান, বৃহস্পতিবার তৃণমূলে যোগদান করবেন।
আরও পড়ুন – শুভেন্দুকে জেতাতে লোক পাঠানো হয়েছিল নন্দীগ্রামে, বিস্ফোরক সুরজিৎ
তার আগে বুধবার আরও একবার তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খোলেন। বলেন, শুভেন্দু অধিকারী হাওড়া জেলায় বিজেপির হেরে যাওয়ার কারণ হিসেবে বিজেপির দলীয় কর্মীদের, বিশেষ করে তাঁর তৃণমূলের সঙ্গে যোগাযোগ থাকার কথা বলেছিলেন। কিন্তু তিনি এখনও সেই বিষয়ে প্রমাণ করতে পারেননি।
এরপর সুরজিৎ বলেন, শুভেন্দু অভিযোগ প্রমাণ করতে পারলে তাঁর কাছে তিনি ক্ষমা চেয়ে নেবেন। এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন সুরজিৎ সাহা। তিনি বলেন, শুভেন্দুকে জেতাতে দলের নির্দেশে হাওড়া থেকে লোক পাঠানো হয়েছিল নন্দীগ্রামে। এরপর তাঁকে জিজ্ঞেস করা হয় হাওড়া থেকে লোক না পাঠালে কী শুভেন্দু অধিকারী জিততে পারতেন না? তিনি বলেন, তাহলে বাকি জায়গায় বিজেপি কেন ভালো ফলাফল করতে পারল না!