করোনার আর কোভিডের সরকারি বিধি নিষেধের জেরে কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধ স্বাভাবিক পঠনপাঠন৷ অধিকাংশ কলেজেই অনলাইনে চলছে সেমিস্টার পরীক্ষা৷ সেই অনলাইন পরীক্ষায় নম্বরের কারচুপি নিয়ে এবার পুরুলিয়ার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসল পড়ুয়ারা৷ সোমবার মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে পোস্টার ব্যানার সঙ্গে নিয়ে আন্দোলনে বসে পড়ুয়ারা৷ পড়ুয়াদের অভিযোগ, অফলাইন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পরেও অনলাইন পরীক্ষায় তাদের কম নম্বর দেওয়া হয়েছে৷
আরও পড়ুন স্কুল ফী দিতে না পারায় বঞ্চিত শতাধিক পড়ুয়া
বিশেষত, ইংরেজী বিভাগে ঠিকমতো মূল্যায়ণ করা হয়নি৷ তাই পুনর্মূল্যায়ণ করে যোগ্য নম্বরের দাবি জানিয়েছে পড়ুয়ারা৷ এমনকী পুনর্মূল্যায়ণ না হলে আগামীদিনে বিক্ষোভে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছ তারা৷ করোনা বিধিনিষেধের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে তার বদলে মূল্যায়ণের বিকল্প ব্যবস্থা করা হয়েছে৷
আরও পড়ুন গাছ লাগালেই মিলবে অতিরিক্ত নম্বর, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলেজগুলির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই৷ পুরুলিয়ার মধুসূদন কলেজে অনলাইনে সেমিস্টার পরীক্ষার নম্বর নিয়ে অসন্তুষ্ট পড়ুয়ারা তাই পুনর্মূল্যায়ণের দাবি জানিয়েছে৷ যদিও পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি কলেজ কর্তৃপক্ষের তরফে৷ এক্ষেত্রে নম্বরের পুনর্বিবেচনা না করলে আগামীদিনে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে৷