দার্জিলিং: ফের দার্জিলিং পাহাড়ে তুষারপাত। চলতি মরশুমে এই নিয়ে চারবার বরফ পড়ল পাহাড়ে। দার্জিলিং জেলার একাধিক জায়গায় তুষারপাত হয় বৃহস্পতিবার। তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। কনকনে ঠান্ডা পাহাড়ের বিস্তীর্ণ এলাকায়। এর আগে গত বৃহস্পতিবার দার্জিলিংয়ের ঘুম, জোড়বাংলো এলাকায় হয়।
আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, আজ, অর্থাৎ ২৭ জানুয়ারি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নামবে। তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়। এদিন সকাল থেকে দার্জিলিং শহরে রোদ থাকলেও কার্শিয়াং, চটকপুর, টংলু সহ পাহাড়ের বিভিন্ন অংশে আকাশ ছিল মেঘলা। সকাল ১১টা নাগাদ কার্শিয়াং, চটকপুর অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হয়।
প্রথমে ছোট ছোট সাবুদানার মতন শিলাবৃষ্টি শুরু হয়, যাকে পাহাড়ি ভাষায় আসিনো বলা হয়ে থাকে। এরপরেই চটকপুরে শুরু হয় তুষারপাত। তুষারপাতের ফলে গোটা অঞ্চল সাদা চাদরে মুড়ে যায়। টংলুতেও হালকা তুষারপাত হয়। দার্জিলিংয়ে তুষারপাতের জেরে ডুয়ার্সেও ঠান্ডা বেড়েছে। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে বহু এলাকা।
আরও পড়ুন: Weather Updates: সপ্তাহ শেষে ফের শীতের আমেজ রাজ্যে, নামবে রাতের তাপমাত্রা
দার্জিলিং পাহাড়ে তুষারপাত
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। রবিবারের মধ্যে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তুরে হাওয়ার দাপটও দেখা যাবে। সকালে কুয়াশা থাকবে।