আলিপুরদুয়ার : দিনদুপুরে নৃশংসভাবে খুন দশম শ্রেণির ছাত্রী। ঘটনা চাউর হতেই উত্তপ্ত আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটার খলিসামারি গ্রাম (North Bengal news)। ঘটনাস্থলে ফালাকাটা (Falakata School girl killed) থানার বিশাল পুলিশ বাহিনী।
বুধবার দশম শ্রেণির মেধাবী ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সূত্রের খবর, সকালে ছাত্রীটি স্কুলে যাওয়ার জন্য বেরনোর সময়ই তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে প্রতিবেশি যুবক। ধারালো অস্ত্রের এক কোপেই আলাদা হয়ে যায় মাথা। ঘটনা চাউর হতেই উত্তেজনা তৈরি হয় গ্রাম জুড়ে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফালাকাটা থানার আইসি। ঠিক কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : এবারে আর রাস্তায় নয়, দার্জিলিংয়ের এক মন্দিরে দেখা মিলল ভালুকের
খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বপন বিশ্বাসকে। সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্তের পরিবারের ছয় সদস্যকেও। এখনও পর্যন্ত ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে গ্রামে।