অশোকনগর: দিনে দুপুরে ডাকাতি করে ৯০ হাজার টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে অশোকনগর থানার বিজয়া ফার্মেসি মোড় এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে বাইকে করে দুই দুষ্কৃতী আসে। তারপর সোজা বিল্ডার্সের দোকানে ঢুকে ক্যাশ বাক্সের কাছে পৌঁছে যায় তাঁরা। তারপর ড্রয়ার ভেঙে হাতিয়ে নেয় ৯০ হাজার টাকা।
আরও পড়ুন: ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত কিশোর
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, এদিন দুপুরে কিছুক্ষনের জন্য দোকান ছেড়ে বেরিয়ে ছিলেন মালিক তারক সেন। দোকান লাগোয়া বাড়ি হওয়ায় কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি। স্থানীয়দের হই হট্টগোলএ ফিরে এলে সমস্ত টাকা লুট করে ওই দুই দুষ্কৃতীদের পালিয়ে যেতে দেখেন। অবস্থা নিরুপায় হয়ে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। অভিযোগ পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: দশমীর ভাসানে ধুন্ধুমার, অগ্নিসংযোগ, জখম একাধিক
দিনে দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।