সাগরদিঘী : মহালয়ার দিন ভোর বেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। জখম একাধিক। ঘটনাটি ঘটেছে সাগরদিঘী থানার ভুরকুন্ডা ৩৪ নম্বর জাতীয় সড়কে।
আরও পড়ুন : মহালয়ার আগের রাতে কলকাতায় প্রোমোটারকে গুলি
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কলকাতা থেকে শিলিগুড়ি আসছিল একটি বাস। মাঝে সাগরদিঘী থানার ভুরকুন্ডা এলাকায় কিছুক্ষনের জন্য দাঁড়ায় বাসটি। কিন্তু সেই সময় হঠাৎই দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি লরি। এভাবে সজোরে ধাক্কা মারার ফলে গাড়ির ভেতরে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘী থানার পুলিশ। তারা যাত্রীদের উদ্ধার করে। যারা গুরুতর জখম হয়েছেন, তাঁদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু যাত্রীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা যাত্রীদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। বেশ কিছু জখম যাত্রীদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। ওই ৩ মৃত যাত্রীর পরিচয় জানা যায়নি।