সুন্দরবন : গোডাউন থেকে উদ্ধার ২৪, ১২৫ কেজি ওজনের চাল। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কাকদ্বীপ এলাকায়। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায় পুলিশ। তার ফলে প্রচুর পরিমাণে চাল ও গম উদ্ধার হয়।
আরও পড়ুন : ৬ মাস বন্ধ মিড-ডে মিল, অপুষ্টিতে সুন্দরবনের পড়ুয়ারা
পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে, কাকদ্বীপের রূপচাঁদ ঘাটের একটি গোডাউনে প্রচুর পরিমাণে চাল ও গম মজুত করা হয়েছে। সেই মত শনিবার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ওই গোডাউনে অভিযান চালায়। সঙ্গে ছিলেন কাকদ্বিপ থানার আইসি শিবু ঘোষ। ওই গোডাউনে অভিযান চালিয়ে তাঁরা উদ্ধার করেন ৯১৬ টি ব্যাগ। যার মধ্যে থেকে প্রায় ২৪ হাজার ১২৫ কেজি চাল পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে ৫৩৩ টি ব্যাগ, যার মধ্যে থেকে ২৬ হাজার ৬৫০ কেজি গম পাওয়া গেছে। ১৭৫টি ব্যাগে ৮৭৫০ কেজি পিডিএস আটা পাওয়া গেছে। ওই গোডাউনে ক্লোজার পাঞ্চিং মেশিন রাখা ছিল। সেখানে একটি ট্রাক ছিল যাতে বেশ কিছু গম লোড করে রাখা ছিল। বেআইনি ভাবে চাল, গম মজুত করার জন্য গোডাউনের ম্যানেজার রবীন পাণ্ডে এবং তার কর্মচারী অনুপ গিরি ও তপন মাঝিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া চাল, গম বাজেয়াপ্ত করেছে পুলিশ। অনিল কে আর রায়, এসডিপিও কাকদ্বীপ অনিল কুমার রায় ডিআই এসপি, ডিইবি ন ওসার আলি মামলাটি তদারকি করেন। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খুঁজে বার করতে অভিযান চলছে। ধৃতদের আদালতে তোলা হবে।