পাহাড় জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র তরাই-ডুয়ার্স। ছোট বড় পাহাড়। আধো আলো পরিবেশ। তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে শাল, শেগুন গাছ। সবমিলিয়ে অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশের জন্য ডুয়ার্স এক অন্যতম জায়গা।
পর্যটকদের কাছে অতি পরিচিত এই স্থান। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে ভুটান সংলগ্ন এই অঞ্চল। প্রায় প্রতি বছরই প্রায় লক্ষাধিক মানুষ আসেন ডুয়ার্সের পাহাড়-নদী জঙ্গল সহ বন্যপ্রাণী দেখতে। তবে ছেনা ছন্দে নেই উত্তরবঙ্গের এই প্রবেশদ্বার।
গত দু’বছরে করোনা পরিস্থিতিতে সেভাবে দেখা মেলেনি পর্যটকদের। চেনা ছবিটা ধরা পড়ছে না এবছরও। প্রতিবছরের মতো ১৬ জুন থেকে জঙ্গলে প্রবেশ সরকারিভাবে বন্ধ হয়ে গেছে। তবে জঙ্গল থেকে প্রায়শই লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণী। হাতি আর অজগরের দেখা পাওয়া এখন নিত্যদিনের ব্যাপার। এমন ছবিই ধরা পড়ছে সুনামধন্য এই পর্যটন কেন্দ্রে।
তবে এবার নদীর ধারে দেখা মিলল গণ্ডারের। বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়ার্সের মূর্তি নদীর ধারে চলে আসে একটি গণ্ডার। বেশ কিছুক্ষণ নদীর ধারে কাটানোর পর গণ্ডারটি জঙ্গলে ফিরে যায়। যেহেতু জঙ্গল বন্ধ করোনা পরিস্থিতির কারণে তাই গণ্ডার দেখতে বাইরে বের হতে হচ্ছেনা এলাকাবাসীদের। তারাই বেরিয়ে পড়ছে রাস্তায়। ফলে মুহূর্তেই হচ্ছে সে ছবি ক্যামেরাবন্দি।