রেশন সামগ্রী পাচারের অভিযোগে গ্রেফতার এক মহিলা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুধবাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিন ধরেই রেশনের আটা ও গমের বস্তা মজুত করছিলেন মর্জিনা বিবি। তা দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। ফলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন মালিদের সাহায্যে এগিয়ে এলেন ময়দান প্রেমীরা
খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌছয় তুফানগঞ্জ থানার পুলিশ ও মহকুমা খাদ্য দফতরের আধিকারিকরা। ফলে হাতেনাতে প্রমান সহ ধরা পড়ে ওই মহিলা। অবৈধ ভাবে রেশন সামগ্রী পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় অভিযুক্তের বাড়ি তুফানগঞ্জ মহকুমার বালাভুত গ্রামের গোপালের কুঠি এলাকায়।
আরও পড়ুন সুবর্ণরেখায় বাড়ছে জলস্তর,উদ্বেগে বাসিন্দারা
প্রায় দুমাস ধরে মর্জিনা বিবি রেশন দোকানের গ্রাহকদের কাছ থেকে রেশনের আটা গম কিনে অসমে বেশী দামে বিক্রি করছিলেন। আপাতত ওই মহিলা পুলিশি হেফাজতেই রয়েছে বলেই খবর। পাশাপাশি এই ঘটনার সাথে কোন চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন অবৈধ সম্পর্কের শাস্তি, মহিলার চুল কেটে নিল স্থানীয়রা