কলকাতা: বগটুই অগ্নিকাণ্ড নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে, নিয়ম না মেনেই বগটুইয়ের ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। চাকরি দিয়ে আদতে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। যা পুরোপুরি বেআইনি।
আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৬ জুলাই মামলার পরবর্তী শুনানি। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, মুখ্যমন্ত্রী জনসাধারণের টাকা থেকে ক্ষতিপূরণ দিয়েছেন। চাকরি দিয়েছেন। এটা সম্পূর্ণ আইনবিরুদ্ধ।
২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে।
আরও পড়ুন: Canning: পাঁচ ঘণ্টা মাতলায় ভেসে বেড়ালেন মহিলা, মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার
বগটুইয়ের ঘটনায় প্রথমে সিট এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই। ৭ এপ্রিলের মধ্যে ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ সেই দিন বগটুই হত্যাকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দেয় সিবিআই। একই সঙ্গে ভাদু শেখের খুনের ঘটনারও তদন্ত করছে সিবিআই।