রামপুরহাট: ১১দিন কেটে গিয়েছে। শনিবার তৃতীয়বারের জন্য এসেছে সিবিআই (Rampurhat political violence)। চালিয়েছে তল্লাশি। আর তখনই বগটুইয়ের পাশের গ্রাম থেকে উদ্ধার হল দু’টি টোটো, একটি মোটরবাইক। সিবিআইয়ের ধারণা, এই টোটো-বাইকে করেই সেই রাতে বগটুইয়ে (Rampurhat political violence) মজুত করা হয়েছিল বোমা, গুলি, বিস্ফোরক পেট্রল। আর হত্যাকাণ্ডের (Rampurhat Fire Deaths) পরেই প্রমাণ লোপাটের জন্য গ্রাম থেকে সরিয়ে ফেলা হয়েছে টোটো এবং মোটরবাইক।
বগটুইয়ের পাশের গ্রাম কুমারড্ডা। সেই গ্রামের বাসিন্দা মনিরুল শেখের বাড়িতেই উদ্ধার হয়েছে এই দুটি টোটো এবং বাইক। সিবিআই জানিয়েছে, টোটো দুটির মালিক রানা শেখ এবং তাঁর ছেলে মিলন শেখ। ওই বাড়ি থেকে জানা গিয়েছে, ওই দু’জন বগটুইয়ের বাসিন্দা। বগটুয়ের অগ্নিকাণ্ডের পরের দিন তাঁরা নিজেদের টোটো এখানে রেখে যায়। বলেন, ওই গ্রামে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দেওয়া হচ্ছে সেই কারণেই তাঁদের বাড়িতে রেখে যাওয়া হয়েছে। যদিও ওই বাইকটি কার বা কখন রেখে গিয়েছে সেই বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।
বগটুইয়ের প্রত্যক্ষদর্শীদের আগেই জানিয়েছিলেন, সেই রাতে ২ টি টোটো ও একটি বাইকে করেই গ্রামে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরক। তাহলে কী এই সেই টোটো এবং বাইক? এখন সেই উত্তরই খুঁজছে সিবিআই। তবে, ওই টোটো কিংবা বাইক এখনও বাজেয়াপ্ত করেনি সিবিআই।
আরও পড়ুন- Debra Murder: অনুশোচনা থেকেই আত্মহত্যা? তরুণীর পর রাজমিস্ত্রির দেহ ঘিরে রহস্যজালে পুলিস