রামপুরহাট: রামপুরহাটে ভাদু শেখ খুনের সিবিআই তদন্তের দাবি সংক্রান্ত মামলার শুনানি শুরু হল সোমবার। এদিন আদালত সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান, বগটুই গ্রামের গণহত্যার সঙ্গে ভাদু খুনের কোনও সম্পর্ক আছে কি না। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, এ ব্যাপারে তাঁকে মক্কেলের সঙ্গে কথা বলতে হবে। তারপর তা জানানো যাবে, মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল। ওইদিন সিবিআইয়ের বক্তব্য জানা যাবে।
কংগ্রেসের তরফ থেকে ভাদু খুনের সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করা হয়েছে আগেই। মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, বগটুই গ্রামের গণহত্যার তদন্ত করছে সিবিআই। অথচ ভাদু খুনের তদন্তের দায়িত্বে রয়েছে রাজ্য পুলিসের সিট। দুটি ঘটনা অঙ্গাঙ্গিভাবে জড়িত। গত ২১ মার্চ রাতে রামপুরহাটে বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারই বদলা হিসেবে বগটুই গ্রামে একাধিক বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। জীবন্ত পুড়ে মারা যায় দুই শিশু এবং সাত মহিলা। তাই ভাদু খুনের ঘটনারও সিবিআই তদন্ত হওয়া দরকার। তা না হলে প্রকৃত সত্য উঠে আসবে না।
আরও পড়ুন: Elephant at Durgapur: হাতির জলভীতি! দামোদরে নেমেও লোকালয়ের দিকে, বনকর্মীদের কালঘাম ছোটাচ্ছে গজরাজ
মামলাকারীর আইনজীবী বলেন, দুটো ঘটনারই সিবিআই তদন্তের প্রয়োজন। ভাদু খুনের তদন্ত সিট করলে তাতে অনেক ফাঁক থেকে যাবে। তার জন্যই আদালতে এই ঘটনারও সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।