বোলপুর: রামনবমী নিয়ে রাম-রাবণের যুদ্ধ। রাম কার? বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, রাম তাঁদের। আর এটাকেই মিথ্যে প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল কংগ্রেসও। আর তাই রবিবার, রামনবমীতে অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে কেষ্টর সুস্থতার পাশাপাশি বিজেপির রামকে নিজেদের দিকে নিতে তৃণমূল কাউন্সিলর তথা বোলপুর পুরসভার উপ পুরপ্রধান ওমর শেখ রামবন্দনা করলেন।
রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা আগেই ঘোষণা করেছিলেন রামনবমী পালন করতে হবে ঘটা করে।। সে মতো সর্বত্র রামনবমী পালন করছে বিজেপি। রামবন্দনায় পিছিয়ে নেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। বিশেষ করে বীরভূমে, অনুব্রতর গড়ে। বোলপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূলের উপ পুরপ্রধান ওমর শেখ জাঁকজমকভাবে তাঁর ওয়ার্ডে রামনবমী পালন করলেন।
আরও পড়ুন: Viswa Bharati: মুখ্যমন্ত্রী চোখ নয়, কান দিয়ে দেখেন: মমতাকে তোপ বিশ্বভারতী উপাচার্যের
তৃণমূলের উদ্যোগে রামনবমীর পুজো বোলপুরে
ওমর শেখ বলেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অসুস্থ। হাসপাতালে ভর্তি। তাই রামনবমীর এই বিশেষ দিনে অনুব্রত মণ্ডলের পাশাপাশি বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বীরভূম জেলার তৃণমূলের সহ-সভাপতি সুদীপ্ত ঘোষের নামে বিশেষ পূজার্চনা করা হচ্ছে। পাশাপাশি রামনবমীতে বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাসে রামনবমী উপলক্ষে তৃণমূলের দলীয় পতাকা, দলের নেতা-মন্ত্রীদের ছবি ফ্লেক্স দিয়ে সাজানো হয়েছে। দেশের এবং রাজ্যের মঙ্গল কামনার জন্য এই পূজার্চনা তৃণমূলের।