সিউড়ি: রাজ্যের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালন হচ্ছে রামনবমী(Ram Navami)। রবিবাসরীয় সকাল থেকেই দিকে দিকে শুরু হয়েছে র্যালি। রামের গেড়ুয়া পতাকায় ছেয়ে যায় গোটা এলাকা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঠিক তেমনভাবেই আনন্দ সহকারে রামনবমী উদযাপন হচ্ছে বীরভূমের সিউড়িতে (Siuri)। দিকে দিকে বেড়িয়েছে মিছিল। কিন্তু সেখানেই দেখা গেল এক অন্য চিত্র।
আরও পড়ুন: রামনবমী উপলক্ষে শুভেচ্ছাবার্তা মমতার
সিউড়ির ১ নং ব্লকের করিধ্যায় চলল অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রা। নাবালক থেকে শুরু করে যুবক রামনবমীর শোভাযাত্রায় প্রায় প্রত্যেকের হাতেই দেখা মেলে অস্ত্রের।
উল্লেখ্য, অস্ত্র নিয়ে কোন মিছিল করা যাবেনা তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। কিন্তু একপ্রকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সিউড়িতে চলল অস্ত্র হাতে র্যালি। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, করিধ্যা পঞ্চায়েতের প্রধান (বিজেপি ) সহ হাজারও সাধারণ মানুষ। পরে র্যালিতে উপস্থিত হন পুলিশ, এবং বেশকিছু নাবলকের হাত থেকে অস্ত্র কেড়ে নেন পুলিশ।
দেখুন অন্য খবর