জলপাইগুড়ি : টানা বৃষ্টির জেরে জলপাইগুড়ির তিস্তা সংলগ্ন ১৭টি গ্রাম জলের তলায়। কয়েক হাজার পরিবার বিপাকে। কেউ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন, অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির চালে আশ্রয় নিয়ে আছেন। প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে সকলকে।
বুধবার সকাল থেকেই তিস্তা সংলগ্ন গ্রামের বাসিন্দারা বাঁধে উঠে আসতে শুরু করেছেন। গরু, ছাগল নদীর চর থেকে নিরাপদ স্থানে নিয়ে আসছেন বাসিন্দারা। টাকি মারি চর, সুকান্তনগর কলোনি, সারদা পল্লি, বিবেকানন্দ পল্লি, মোয়া মারির চর বাসিন্দারা আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়।
আরও পড়ুন : বাড়ছে তিস্তার গর্জন, পরিস্থিতি সরজমিনে পুলিশ সুপার
গাজোলডোবা থেকে হলদিবাড়ি পর্যন্ত তিস্তা লাগোয়া সব ক’টি গ্রামে জল ঢুকে পরেছে। গ্রামবাসীরা জানায়, সকাল থেকে নদীর জল আরও বাড়ছে। এই মুহূর্তে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। সময় যত বাড়ছে নদী তত ভয়াবহ রূপ নিচ্ছে। ঘর বাড়ি ছেড়ে সকলে ত্রিপল টাঙিয়ে উঁচু জায়গায় রয়েছেন। প্রশাসনের তরফ থেকে নদীর বাসিন্দাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, বিধায়ক চিকিৎসক প্রদীপ কুমার বর্মা এছাড়া পুরসভার প্রতিনিধি ও বিডিও অফিসের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করছেন। স্থানীয়দের অভিযোগ, শুকনো খাবার ও ত্রিপল পর্যাপ্ত দেওয়া হচ্ছে না।