বালুরঘাট: করোনার ভ্যাকসিন নিতে গিয়ে হয়রানির শিকার সাধারণ মানুষ। প্রতিবাদে তুমুল বিক্ষোভ বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘটনা।
বালুরঘাট পুরসভার স্বাস্থ্যকেন্দ্র মাতৃসদনে প্রতিদিন ৫০ জনকে টিকা দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, শনিবার লাইন দিয়েও টিকা পাননি যাঁরা, তাঁদের রবিবার টিকা নেওয়ার জন্য আসতে বলেন আধিকারিকরা। সেই মতো রবিবার সকাল সকাল টিকাকেন্দ্রে চলে আসেন টিকা প্রত্যাশী সাধারণ মানুষ।
অফিস থেকে জানিয়ে দেওয়া হয়, রবিবার কোনও নাম নথিভুক্ত হবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। কী কারণে নাম নথিভুক্ত হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এ বিষয়ে প্রশাসনিক কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।