বেলুড়: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই দুর্গাপূজা। শুরু হয়ে গেল তার প্রস্তুতি। জন্মাষ্টমীর দিন সকালেই বেলুড়মঠে দেবী দুর্গার কাঠামো পূজা করা হল। প্রতিবছরের মতই এ বছরও এই দিনই শুরু হল দেবীকে মর্তে আনার প্রস্তুতি।
বেলুড় মঠে স্বামীজী দুর্গাপূজার শুরু করেছিলেন। সেই পুজো দেখতে দেখতে এ বছর ১২১ তম বছরে পা দিল। সোমবার সকালে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে এই কাঠামো পূজা হয়। ভাবগম্ভীর পরিবেশে চণ্ডীপাঠ পূজার্চনা ইত্যাদির মাধ্যমে এই পূজা হল।
চলছে কাঠামো পুজো
কাঠামো পুজোতে উপস্থিত ছিলেন মন্দিরের সন্ন্যাসী সহ কিছু স্থানীয় লোকজন। এক সন্ন্যাসী জানালেন, করোনা পরিস্থিতিতে খুব ছোট করেই এবারের মায়ের পুজো হবে। গত বছরও নমো নমো করেই সারা হয়েছিল দুর্গাপুজো। এই পূজার বিশেষত্বই হল অষ্টমীর দিন সকালে কুমারী পুজো। সেই পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন বহু মানুষ। সেই দৃশ্য এবার দেখা যাবে কি না তা এখনই বলতে পারছেন না মঠ কর্তৃপক্ষ। কিছুদিন আগেই জন সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বেলুড় মঠ। কোভিড বিধি মেনে তবেই ভক্তরা প্রবেশ করতে পারছেন মন্দিরে।
আরও পড়ুন: কংগ্রেস ‘কিটি পার্টিতে’ পরিণত হয়েছে, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর