বসিরহাটঃ পরিকল্পনা ছিল বাংলাদেশে পাচার করার। তার আগেই হাতেনাতে পাকড়াও করলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হল ৫৬ টি প্যাকেট ভর্তি চিংড়ি মাছের পিন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানা সংলগ্ন গোবরডাঙা সীমান্তবর্তী এলাকা থেকে।
আরও পড়ুনঃ স্পেশাল ট্রেনে যাত্রীদের উঠতে বাধা, সোনারপুর স্টেশনে অবরোধ
জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার ভোর রাতেও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। তাঁদের কাছে এই বেআইনি পাচার নিয়ে আগে থেকেই খবর ছিল। টহল দেওয়ার সময়ই উদ্ধার হয় ওই ৫৬ ব্যাগ ভর্তি মাছের পিন। বিএসএফের তরফে এই ব্যাগ ভর্তি মাছের পিন তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ গালওয়ানের পর আরও প্রশিক্ষণ প্রয়োজন লালফৌজের: রাওয়াত
সীমান্তরক্ষী বাহিনী ও শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের গোবরডাঙা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া ঐ পিনভর্তি ব্যাগগুলি ১৫৩ নং ব্যাটালিয়নের সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানরা উদ্ধার করে। তদন্তে জানা গিয়েছে, সেগুলি বাগদা চিংড়ি প্রজাতির পিন। যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। এগুলো বড় হলে আরও বেশি মূল্যে বিক্রি হতো। চোরাকারবারিদের উদ্দেশ্য ছিল, সেগুলো রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশে পাচার করা। কিন্তু বিএসএফ চলে আসায় তাঁদের সে ইচ্ছে পূরণ হয়নি।