শিলিগুড়ি: একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই রাজ্যজুড়ে বিজেপি বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি থেকে সাধারণ কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।
উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই অবস্থা। জেলায় জেলায় গণইস্তফা দিচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা। রাজ্য সভাপতি বদল করেও বিজেপির অন্দরের বিদ্রোহ থামানো যায়নি। এবার বিদ্রোহ দার্জিলিং জেলার সদর শহর শিলিগুড়িতে। জেলা সভাপতি আনন্দময় বর্মনের বিরুদ্ধে তোপ দেগে পোস্টার সাঁটালেন বিদ্রোহীরা। সেই পোস্টারে জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে।
পোস্টারে লেখা হয়েছে, ‘বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মনের একনায়কতন্ত্র মানছি না, মানবো না। নিজের বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই মহিলা মোর্চা, যুব মোর্চা সভাপতি সহ একাধিক পদাধিকারী মাটিগাড়া কেন্দ্রের করেছে আনন্দময় বর্মন। এই নোংরা রাজনীতি মানছি না। দুর্নীতিগ্রস্ত, অপদার্থ জেলা সভাপতি আনন্দময় বর্মন হটাও, শিলিগুড়ি বিজেপিকে বাঁচাও।’
আরও পড়ুন: Aloe Vera gel: ভাল ফল পেতে অ্যালোভেরা জেল ব্যবহারে এই নিয়মগুলো মেনে চলুন