বোলপুর: ‘রোলার চোর, স্ক্র্যাপ চোর, ভেকধারী…স্বচ্ছ তোমার মুখ দেখাও, ভেতরে ভেতরে ফ্ল্যাট বানাও, এত টাকা আসে কোথা থেকে?’ মঙ্গলবার সকাল থেকে শহরজুড়ে এই পোস্টারে তোলপাড় বিষ্ণুপুর। পুরবোর্ডের সম্ভাব্য চেয়ারম্যান তৃণমূল কাউন্সিলর গৌতম গোস্বামীর নামে এহেন পোস্টারে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে দলও। দলের পক্ষ থেকে এর পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করা হলেও, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে বিজেপি সাফ জানিয়ে দিয়েছে।
পোস্টার-বিতর্ক যেন পিছু ছাড়ছে বিষ্ণুপুরকে। ভোট ঘোষণা থেকে ফলাফল। আবার চেয়ারম্যান নির্বাচন নিয়ে পড়ল পোস্টার। যা নিয়ে বেশ সরগরম প্রাচীন মল্লগড় বিষ্ণুপুর। শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোর। বিষ্ণুপুরবাসীর নাম দিয়ে পোস্টারে লেখা— বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামীকে মানছি না, মানব না। ছড়ার আকারে গৌতম গোস্বামীর বিরুদ্ধে এই পোস্টার বিষ্ণুপুর শহরের বিভিন্ন এলাকায় ড্রেনে ও রাস্তায় লুটোপুটি খাচ্ছে। কিছু সাঁটানো পোস্টার আবার ছিঁড়েও ফেলা হয়েছে।
এর মাঝেই বিজেপির কটাক্ষ— দুর্নীতিবাজদের পদ দেয় তৃণমূল। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নাম তৃণমূল এখনও ঘোষণা করেনি। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে ১৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত গৌতম গোস্বামীর নাম উঠেছে। আর ভাইস চেয়ারপার্সন হিসেবে উঠেছে অর্চিতা বিদের নাম।
আরও পড়ুন: Panihati Murder: পানিহাটির কাউন্সিলর খুনে আটক ৩ অস্ত্র কারবারি
গতকাল থেকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে গৌতম গোস্বামীর নাম সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে অভিনন্দনের ঝড়। কিন্তু মঙ্গলবার সকালে গৌতম গোস্বামীর বিরুদ্ধে পোস্টার পড়তেই শহরজুড়ে শোরগোল। পোস্টারে উল্লেখ রয়েছে, কোন কোন দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে গৌতম গোস্বামীর। কিছুদিন আগেই বিষ্ণুপুর পুরসভার জনগণের নাম করে দেওয়া অর্চিতা বিদকে বহিরাগত তকমা দিয়ে পোস্টার দেওয়া হয়েছিল। পোস্টারে উল্লেখ ছিল ১৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত বহিরাগত অর্চিতা বিদকে বিষ্ণুপুরের চেয়ারম্যান মানছি না। এবার গৌতম গোস্বামীকে চেয়ারম্যান মানছি না— এই পোস্টারে নতুন করে বাড়ল বিতর্ক। পুর নির্বাচনে বিষ্ণুপুর পুরসভায় ১৯টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল।
পোস্টার প্রসঙ্গে গৌতম গোস্বামী বলেন, রাতের অন্ধকারে কুৎসা, অপপ্রচার ছড়াতে এই পোস্টার। এই পোস্টারকে গুরুত্ব দিতেও নারাজ তিনি। তৃণমূল টাউন সভাপতি সুনীল দাস বলেন, চেয়ারম্যানের নাম এখনও দল ঘোষণা করেনি। এই ধরনের পোস্টার কিছু স্বার্থান্বেষী মানুষের কাজ বলে দাবি তাঁর।