কলকাতা টিভি ওয়েব ডেস্ক : বিদ্যালয়ের মাথায় উড়ছে তৃণমূলের পতাকা । হুগলির বলাগড় এলাকায় এই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলের নেতারা। নিন্দনীয় ঘটনা বলেই মত একাংশের।
শিক্ষা প্রতিষ্ঠানের মাথার উপর রাজনৈতিক দলের পতাকা উড়ছে এ ছবি নতুন নয়। এর আগেও এরকম দৃশ্য দেখা গেছে বিভিন্ন জায়গায় ।এবার এমনটাই ছবি ধরা পড়ল হুগলির বলাগড়ে রঘুনাথপুর তপশিলি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের মাথার উপরে উড়ছে তৃণমূলের দলীয় পতাকা । যা ঘিরেই বিরোধী দলের একাধিক নেতারা বিরূপ মন্তব্য করেছেন। ঘটনাকে নিন্দনীয় বলে দাবি করেছেন অনেকেই। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল শিক্ষা সংস্কৃতির অবনতি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে মনীষীদের ছবি ব্যবহার না করে টাঙানো রয়েছে তৃণমূলের পতাকা। যা দৃষ্টিকটু ।
আরও পড়ুন দুয়ারে সরকার শিবিরে সহযোগিতায় বাম শরিক দল
যদিও এ বিষয়ে কিছুই জানা ছিল না বলে মত স্কুলের প্রধান শিক্ষিকার । জানিয়েছেন , কিছুদিন আগে ওই এলাকায় দুয়ারে সরকার শিবির হয়েছিল। সেখানকারই হয়তো কোন উৎসাহী তৃণমূল কর্মী এই কাজটি করেছেন।তাই খবর জানাজানি হতেই তড়িঘড়ি বিদ্যালয় এসে পতাকাটি খুলে ফেলা হয়।
আরও পড়ুন লালবাজারের অধিকাংশ সিসি ক্যামেরা বিকল, তদন্তে গোয়েন্দারা
স্থানীয় সূত্রে খবর, গত ২১ অগস্ট দুয়ারে সরকারের শিবির হয় সোমড়া-২ গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে। সেদিনই বিদ্যালয়ের উপর টাঙানো হয় তৃণমূলের পতাকা। তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং হুগলি জেলা পরিষদের কৃষি সেচ কর্ম্যাধক্ষ মনোজ চক্রবর্তী জানিয়েছেন, শাসক শিবিরের পক্ষ থেকে কখনওই বলা হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে দলের পতাকা টাঙানো যাবে। তাই তৃণমূলের কোন কর্মী যদি এই কাজ করে থাকে তবে তা বাঞ্ছনীয় নয় ।তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্কুলের প্রধান শিক্ষিকাকে অনুরোধ জানিয়ে পতাকাটি খুলে ফেলার ব্যবস্থা করা হয়।