হুগলি : লক্ষ্মী পুজোর বিসর্জনের শোভাযাত্রা আটকে দেওয়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ হরিপালে।আহত ২০ জন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার। গ্রেফতার ১৫ জন।
বৃহস্পতিবার সকাল থেকেই হরিপালে মাইক বাজানোকে কেন্দ্র করে অশান্তির শুরু। দুপুর গড়াতেই হরিপাল থানার পুলিশ বেশ কয়েকটি মাইক বক্স ও মাইক বাজানোর সরঞ্জাম আটক করে। ক্লাব সদস্যরা মাইক বাজাবে না এবং শোভাযাত্রা করা হবে না বলায়, সেসব ফিরিয়ে দেয় পুলিশ। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও, সন্ধ্যায় এক সঙ্গে মাইক বাজিয়ে বিসর্জনের প্রস্তুতি নেয় কয়েকটি ক্লাব। হরিপাল থানার বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয় যাতে শোভাযাত্রা বের হতে না পারে।রাত দশটা নাগাদ হরিপালের মশাই মোড়ে মাইক বাজিয়ে শোভাযাত্রা বের হতেই পুলিশ বাধা দেয়,পুলিশের উপর শুরু হয় ইট বৃষ্টি।পাল্টা লাঠি চার্জ করে পুলিশ ও র্যাফ।
আরও পড়ুন : নাবালক নৌকাচালক, মাঝ শিলাবতীতে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা
পুলিশকে লক্ষ করে ছোড়া ইটের ঘায়ে আহত হন ২০ জন সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মী। একজন এএসআই-এর মাথা ফেটে যায়। হরিপাল থানার ওসি মধুসূদন ঘোষের পায়ে আঘাত লাগে। এলাকার দোকানপাট এবং বাড়িতেও চলে ভাঙচুর। শুক্রবার সকাল থেকেই এলাকা থমথমে। ঘটনার পরই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় জড়িত থাকায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।