নাবালিকা মেয়ের বিবাহ দিচ্ছেন স্বয়ং পঞ্চায়েত প্ৰধান। গোপন সূত্রে খবর পেয়ে বিবাহের দিনেই গ্রাম পঞ্চায়েত প্রধানের মেয়ের বিয়ে বন্ধ করল ফরাক্কা ব্লক প্রশাসন। শনিবার ফরাক্কার মহাদেবনগর এলাকায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়।
আরও পড়ুন টাকিতে বিজেপির ভাঙ্গন, তৃণমূলে যোগ ১০০
স্থানীয় সূত্রে খবর, শনিবার তোফাপুর গ্রামের এক যুবকের সঙ্গে নিজের ১৬ বছরের নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছিলেন ফরাক্কার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত প্ৰধান। রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় আয়োজনও প্রায় শেষের পথে। মণ্ডপে এসে পৌঁছায় বরযাত্রীও। কিন্তু তার আগেই গোপন খবরের ভিত্তিতে সেই বিয়ে বন্ধ করতে প্রধানের বাড়িতে পৌঁছে যায় ব্লক প্রশাসন, পুলিশ ও সিনির কর্তারা। পঞ্চায়েতের বাড়ি পৌঁছে বিয়ে বন্ধ করেন তাঁরা। নাবালিকা মেয়ের বিয়ে নিয়ে কার্যত লজ্জিত হন প্ৰধান নিজেই। অবশেষে মুচলেকা দিয়ে নাবালিকা মেয়ের বিবাহ বন্ধের ঘোষণা করেন পঞ্চায়েত প্ৰধান।ফলে নাবালিকা মেয়ের বিবাহ বন্ধ হয়। ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন পরে যায়।
আরও পড়ুন ভূমিকম্পে হাইতিতে কমপক্ষে মৃত্যু ২৯ জনের
প্রসঙ্গত, নাবালিকা বিবাহের ঘটনা আজও যে বহাল তার পরিচয় মিলল ফের। শিক্ষার আলোয় আলোকিত হলেও বিলুপ্ত হয়নি এই ঘটনা। তাই গ্রাম পঞ্চায়েতের এহেন সিদ্ধান্তে অবাক হয়েছেন গ্রামের অনেকেই। এমনকি এই ঘটনায় প্রশ্ন তুলেছেন পঞ্চায়েত প্রধানের চিন্তাধারা নিয়ে।
আরও পড়ুন চেকিং এড়াতে পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, ভাইরাল ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও