বাঁকুড়া: এবার বাঁকুড়ায় খুন হলেন তৃণমূলের এক কর্মী৷ শনিবার রাতে বাঁকুড়ার তালডাংরা থানার মান্ডি গ্রামের ঘটনা৷ মৃত তৃণমূল কর্মীর নাম বিপ্লব রায়৷ পরিবারের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন বিপ্লব৷ যদিও তৃণমূল ব্লক সভাপতি ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছেন৷ এদিকে খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে আট জনকে গ্রেফতার করেছে৷ অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷
আরও পড়ুন: ডিসেম্বরে ত্রিপুরা আসছেন মমতা, আগরতলার সভা থেকে ঘোষণা অভিষেকের
বিপ্লব এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন৷ কাজ করতেন কৃষি সেচ দফতরে৷ পরিবার জানিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ গ্রামেই কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন বিপ্লব রায়৷ আচমকাই তাঁর উপর কয়েকজন লাঠি নিয়ে হামলা করে৷ শুরু হয় বেধড়ক মারধর৷ মারের জেরে গুরুতর আহত হন বিপ্লব৷ ওই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
আরও পড়ুন: ডবল ইঞ্জিন মানে ডবল চোর, ত্রিপুরা থেকে বিজেপিকে কটাক্ষ অভিষেকের
পরিবারের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতা দখল নিয়ে এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল৷ তার জেরেই খুন হয়েছেন বিপ্লব৷ জানা গিয়েছে, তৃণমূলের একটা গোষ্ঠী গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট করেছিল৷ কিন্তু এখন তাঁরা তৃণমূলে ফিরতে চাইছেন৷ এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে ঠান্ডা লড়াই চলছে৷ যদিও তৃণমূল ব্লক সভাপতির দাবি, খুনের পিছনে বিজেপির হাত রয়েছে৷ যাঁরা আগে তৃণমূল করতেন তাঁরা এখন বিজেপি কর্মী৷ অপরদিকে বিজেপির দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল৷