আউসগ্রাম: পূর্ব বর্ধমানের (Burdwan) আউসগ্রামে তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুনের ঘটনায় ধরা পড়ল তিনজন৷ ধৃতরা সকলেই তৃণমূলের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ (Police)৷ অভিযুক্তদের মধ্যে হাসানুল মণ্ডল ও মনির হোসেন মোল্লা দেবশালা পঞ্চায়েতের সদস্য৷ এই দেবশালা পঞ্চায়েত প্রধানের ছেলেকেই গুলি করে খুন (Murder) করা হয়েছে৷ তৃতীয় অভিযুক্ত হল বিশ্বরূপ মণ্ডল৷ সে ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি হিমাংশু মণ্ডলের ছেলে৷
আরও পড়ুন: তৃণমূল নেতাকে গুলি করে খুন, আউসগ্রামে উত্তেজনা
গত মঙ্গলবার জঙ্গলের মধ্যে দেবশালার পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সিকে লক্ষ্য করে গুলি করা হয়৷ কিন্তু গুলি লাগে ছেলে চঞ্চল বক্সির গায়ে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তৃণমূল নেতার ছেলের পিঠে, কাঁধের নীচে এবং পেটে তিনটে গুলি লাগে৷ হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তাঁর৷ চঞ্চল আউসগ্রামের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি ছিলেন৷ তাঁর মৃত্যুকে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের আউসগ্রামে৷ রবিবার ওই এলাকা থেকে চারজনের আটক করে পুলিশ৷ পরে পুলিশ সুপার কামনাশীস সেন জানান, তিন জনকে গ্রেফতার করা হয়েছে৷
বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র৷ সোমবার৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন: মেয়ের বিবাহ বহির্ভুত সম্পর্কের জের, জামাই ও শ্বশুরের লড়াইয়ে জখম ৩
প্রথমে তৃণমূল নেতৃত্ব দাবি করে এই ঘটনায় বিজেপির হাত রয়েছে৷ অভিযোগ অস্বীকার করে বিজেপি৷ জানায়, শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা৷ খুনের ঘটনায় তিনজন ধরা পড়ার পর আর কোনও মন্তব্য করতে চাননি দলের নেতারা৷ এদিকে আজ সোমবার ধৃতদের স্থানীয় নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানে রুটিন পরীক্ষার পর বর্ধমান আদালতে পেশ করা হবে৷