মেদিনীপুর: রবিবার ছুটির দিনে বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎ সামনে হাজির বিষধর খরিশ। বিশাল ফণা তুলে জানান দিল নিজের উপস্থিতি। দেখতে পেয়ে আতঙ্কে দৌড় দিলেন বাড়ির লোকজন।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত শালকা গ্রামে। রবিবার বেলা ১১ টা নাগাদ বাড়িতে কাজ করার সময় হঠাৎ সামনে চলে আসে এক বিষধর পূর্ণবয়স্ক খরিশ সাপ। অতর্কিতভাবে হাঁটু সমান ফণা তুলে দাঁড়িয়ে পড়ে। দেখে আতঙ্কে চেঁচামেচি করে পরিবারের সকলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।
এরপর খবর দেওয়া হয় মেদিনীপুরের সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী কে। তিনি গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। সাপটি পূর্ণবয়স্ক গোখরো খরিশ বলে জানা গিয়েছে।