নদিয়া: কথায় আছে আমে দুধে মিশে যায় আঁটি-খোসা গড়াগড়ি খায়। সেই প্রবাদকে খানিক মিথ্যে প্রমান করে গরিবের সংসারে রোজগারের রাস্তা করে দিয়েছে আমের আঁটি। কৃষ্ণগঞ্জ ব্লক এ মাজদিয়াতে এবার প্রচুর আমের উৎপাদন হয়েছে। যদিও লকডাউনের জন্য আম পেড়ে বিক্রি করতে পারছিলেন না চাষিরা। ফলে গাছ থেকে পড়ে অনেক আম মাটিতে মিশে গিয়েছে। আর বর্ষা আসতেই আমের আঁটি থেকে জন্মেছে আমের চারা। করোনা পরিস্থিতিতে সেই চারা বিক্রি করেই রোজগারের পথ খুঁজে নিয়েছেন ওই অঞ্চলের বহু গরিব মানুষ।
বাড়িতে খেয়ে ফেলে দেওয়া আমের আটিগুলিও বর্ষার জলে চারাগাছ বেরিয়েছে। আর এই চারা গাছ সংগ্রহ করেই নার্সারিতে পাঠাচ্ছেন এলাকার বাসিন্দারা। আর তা দিয়েই সংসারের খরচ চলে যাচ্ছে।
চারাগুলি নার্সারিতে পৌঁছে দিতে পারলে পাওয়া যাচ্ছে আরও বেশি দাম। অনেকেই এই উপায়ে রোজগার চালাচ্ছেন। ৩০ থেকে ৫০ টাকায় ১০০ টি আমের চারা বিক্রয় করছেন তাঁরা। আর নার্সারিতে সেগুলি ১০০ চারা গাছ ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আটি গড়াগড়ি না খেয়ে অনেককে জীবিকা উপার্জন করার পথ দেখিয়েছে।