অফিস টাইমে লোকাল ট্রেন বন্ধ। যার জেরে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্য যাত্রীরা। লোকাল ট্রেন চালানোর দাবিতে বুধবার সকাল থেকেই দত্তপুকুর স্টেশন অবরোধ করল যাত্রীরা।
আরও পড়ুন : চালু হচ্ছে না লোকাল ট্রেন, শনি-রবি বন্ধ থাকছে মেট্রো
বুধবার সকালে লোকাল চালানোর দাবিতে শিহালদহ-বনগাঁ শাখার দত্তপুকুর স্টেশন অবরোধ করল যাত্রীরা। প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে এই অবরোধ।পরবর্তীতে রেলের লোকজন এলেও অবরোধ অব্যাহত থাকে। বিক্ষোভকারী যাত্রীদের দাবি অন্যান্য স্টেশনে, যেমন বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল চললেও দত্তপুকুর স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে। মূলত ৮ টা ৪২ মিনিট ও ৯ টা ৪২ মিনিট, এই দুটো সময় দত্তপুকুর লোকাল চালানোর দাবিতেই অবরোধ বিক্ষোভ করেন যাত্রীরা। ডাউন ৮:৪২ ও ৯:৪২, এই সময় দত্তপুকুর লোকাল অবিলম্বে চালাতে হবে, না হলে যাত্রীরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান। তাঁরা জানান, অফিস টাইমে এই দুই লোকাল বন্ধ থাকার কারণে দত্তপুকুর স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেন না যাত্রীরা। ট্রেনে উঠতে গিয়ে পড়ে যাওয়ার ফলে জখম হয়েছেন বেশ কিছু যাত্রী। ঘটনাস্থলে পৌছায় জিআরপি, তারা কথা বলে যাত্রীদের সঙ্গে। প্রায় দেড় ঘন্টার বেশি সময় ধরে অবরোধ অব্যাহত থাকে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসে দত্তপুকুর থানার পুলিশ। এরপর দত্তপুকুর স্টেশন অবরোধ রেলের আধিকারিকরা আশ্বাস দিলে দীর্ঘ আড়াইঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রেলের তরফে ১৬ তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে। ১৬ তারিখের আগে দত্তপুকুর লোকাল চালানো সম্ভব নয়। এই আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, যদি ১৬ তারিখের পর দত্তপুকুর লোকাল না চলে তাহলে ফের তাঁরা বিক্ষোভের পথে হাঁটবেন।