হাওড়া : আগাছা পরিষ্কার করার সময় পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরায় বীশ্বেশ্বর ব্যানার্জি লেনে। মৃতের নাম আনোয়ার মির্জা। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি জোগাড়ের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় এই এলাকার একটি পুরোনো বাড়িতে আগাছা পরিষ্কার করছিলেন তিনি। সেই সময় ওই পুরোনো বাড়ির একটি অংশ ভেঙে পড়ে তাঁর উপর। পরে ওই বাড়ির লোক জানতে পেরে পুলিশে খবর দেন। ব্যাঁটরা থানার পুলিশ এসে আনোয়ারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকেরা আনোয়ারকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।