পাণ্ডবেশ্বর: বিয়ে হয়েছিল মাত্র কুড়ি দিন। কিন্তু তারপরই সব শেষ। সোমবার পাণ্ডবেশ্বরে ডিভিসি পাড়ার বাসিন্দা আরজু পারভিন নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকয়। অভিযোগ, পারভিনের শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, পাণ্ডবেশ্বর ডিভিসি পাড়ার বাসিন্দা শেখ হামিদ (চাঁদ) নামে এক যুবকের সঙ্গে বিবাহ হয় রানিগঞ্জের রোনায়েরের বাসিন্দা বছর ১৮-র আরজু পারভিনের। বিয়ের কুড়ি দিন যেতে না যেতেই মৃত্যু হল তাঁর। পরশু রাতেও পারভিন তাঁর বাপের বাড়িতে ফোন করেন। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর বাড়ির সদস্যদের। কিন্তু কোনও কথাই জানাননি পারভিন। কিছু বুঝে ওঠার আগেই রবিবার দুপুর দেড়টা নাগাদ শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাড়িতে ফোন করে বলেন, যে তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। পারভিনের বাবা-মা আসেন তাঁর শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে ছিল না পারভিনের মৃতদেহ। ততক্ষণে পাণ্ডবেশ্বর থানায় মৃতদেহ নিয়ে যাওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পারভিনের পরিবারের সদস্যরা। শ্বশুরবাড়ির লোকের পাশাপাশি তাঁর ননদের বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ করেন তাঁরা। তবে মৃতার স্বামী শেখ হামিদকে অভিযোগের ভিত্তিতে আটক করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিস। তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিস।
আরও পড়ুন : Bangaon-Sealdah Local: ষাঁড়কে ধাক্কা মেরে বিকল বনগাঁ লোকাল, সপ্তাহের প্রথমদিনই দুর্ভোগ যাত্রীদের