নাগরাকাটা: হাতির (Elephant) তান্ডবে তছনছ ধানখেত (Paddy Field)। ৩০ টি হাতির পাল তছনছ করে দিল ১৫ বিঘা জমির ধান। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার (Nagrakata) লুকসান চা বাগানের জঙ্গল লাইনে। বড় হতে থাকা ধান গাছের এমন করুণ পরিস্থিতি দেখে এখন মাথায় হাত পড়েছে সেখানকার চাষীদের। এদিন তাঁরা নিজেদের ক্ষোভ উগড়ে দেন।
বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়নার জঙ্গল থেকে হাতির পালটি বেরিয়ে গ্রাসমোড় চা বাগানের ৪ নম্বর গেট হয়ে সেরাতে লুকসান বাগানে হানা দেয়। সেখানকার জঙ্গল লাইন লাগোয়া স্থানে কুজি ডায়না নদীর ধারে বিস্তীর্ণ জমিতে এলাকার চাষীরা প্রতিবছরই ধান চাষ করেন। বুধবার রাতে হাতির দলটির অপারেশনের লক্ষ্যই ছিল মখমলী সবুজ ওই ধান খেত। কঁচি ধান গাছের কান্ডের রস হাতির অত্যন্ত প্রিয়। কিছুটা সাবাড়ের ফলে ও বাকী অংশ পায়ের তলায় পিষ্ট হয়ে বাড়ন্ত ধান গাছগুলি নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন:গ্রামের নেতাদের মাতব্বরি, জোর করে তৃণমূলের পার্টি অফিস নির্মাণের অভিযোগ
বিন্দু এক্কা নামে এক মহিলা বলেন, পরিবারে ১০ জন লোক। অথচ বাগানে কাজ রয়েছে ১ জনের। একার রোজগারে সংসার চলে না। এই ধানই ছিল সারা বছরের ভাতের ভরসা। ওই আশাও সব শেষ হয়ে গেল। এদিন ক্ষতিগ্রস্থ চাষীদের একাংশ তাঁদের সমস্যার কথা জানাতে ডায়না রেঞ্জ অফিসেও আসেন। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য কুমার সুব্বা বলেন, হাতির অত্যাচারে প্রকৃত অর্থেই এখানে এখন টিকে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে।
বন বিভাগের আধিকারিক অশেষ পাল বলেন, লোকালয়ে ঢুকে পড়া হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে বন কর্মীদের প্রচেষ্টায় কোনও খামতি নেই। জঙ্গল লাইনের ক্ষতিগ্রস্থরা আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।