পূর্ব বর্ধমান: গলসি ও আউশগ্রাম এলাকার ধানক্ষেতে হাতির তাণ্ডব। হাতির আক্রমণে জখম হয়েছে এক ব্যক্তি। আহতের নাম শেখ সিরাজুল। এরপর হাতির পালকে গ্রামে ঢুকতে বাধা দেয় গ্রামবাসী। ফলে গলসি থেকে আউস গ্রামের দিকে চলে যায় ওই হাতির পাল।
বৃহস্পতিবার ভোরে গলসিতে পড়ে ঢুকে পড়ে চল্লিশ বিয়াল্লিশটির একটি হাতির দল। হাতির আক্রমণে গলসির শিড়রাই গ্রামের শেখ সিরাজুল হক নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। হাতির দল দেখতে স্থানীয় মানুষজন ভিড় জমান। এদিকে হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ধানজমির মালিকেরা ক্ষতিপূরণের দাবী করেছে।
বর্তমানে গলসি পেরিয়ে আউশগ্রামের নওয়াদা ও বিল্বগ্রামের মাঠে রয়েছে ওই হাতির পাল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বনকর্মীরা। নওয়াদা গ্রামে উপস্থিত হয়েছেন জেলা বনাধিকারিক নিশা গোস্বামী। বনকর্মীরা এলাকায় মাইকিং করে স্থানীয় মানুষজনকে সর্তক করছে।
আরও পড়ুন – শালবনের পাথরী গ্রামে হাতির তাণ্ডব, দফারফা ধানজমি
হাতির দল তাণ্ডব চালাচ্ছে চাষের জমিতে
খবর পেয়ে ভোর থেকে সুরক্ষা দিতে এলাকায় পৌঁছেছে গলসি থানায় পুলিশ। স্থানীয় মানুষজন জানিয়েছে, এদিন ভোর বেলায় গলসির সিংপুরে ওই হাতির দলটিকে প্রথম দেখতে পায় তারা। এরপর হাতির দল বাঁকুড়া জঙ্গল থেকে দামদর নদ পেড়িয়ে গলসির কাশীপুর, শিল্লা হয়ে শিড়রাই চলে আসে। তারপর ভোর নাগাদ পোতনা হয়ে সিংপুরের মাঠে যায়। তারপর গলিগ্রাম বনসুজাপুর উচ্চগ্রাম কুতররুকী হয়ে খড়ি নদী পেরিয়ে আউস গ্রামের দিকে চলে যায়। এখন সরগ্রাম হয়ে হাতির পাল নওয়াদা গ্রামের মাঠে রয়েছে। তবে, বনদফতর মাইকিং চালাচ্ছে গ্রামবাসীকে সাবধান করতে।