বনগাঁ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভাষণের মধ্য দিয়ে মতুয়া মেলা (Matua Dharma Maha Mela) শুরু হয়েছিল। উৎসবে উপস্থিত থাকার জন্য মতুয়াদের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। আমন্ত্রণ গ্রহণও করেন রাজ্যপাল। ঠিক ছিল, আজ, শুক্রবার বিকেলে ঠাকুরনগরে মতুয়া মেলায় উপস্থিত থাকবেন ধনখড়। দুপুরে নির্ধারিত সময়ে রাজভবন থেকে বেরোন রাজ্যপাল। কিন্তু মাঝরাস্তায় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকেই রাজভবন ফিরে আসার সিদ্ধান্ত নেন ধনখড়।
মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে বারুণী মেলা চলছে। ২৯ তারিখ পুণ্যস্নানের পর শুরু হয়েছে এই মেলা। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঙ্ঘের তরফে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যপালকে আমন্ত্রণ জানান। প্রাক্তন তৃণমূল সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসংঙ্ঘের অন্যতম সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর তাঁকে স্বাগত জানান। রাজভবনের তরফে জানানো হয়েছিল, আজ, শুক্রবার বিকেলে মেলায় উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সারা ভারত মতুয়া মহাসংঙ্ঘের অন্যতম সঙ্ঘাধিপতি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্যপালের ওএসডি আমাকে ফোন করে জানান, রাজ্যপাল মাঝরাস্তায় অসুস্থ হয়ে পড়েছেন। সেকারণেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উনি। রাজ্যপাল কথা বলার মত অবস্থাতেও ছিলেন না বলে জানিয়েছেন ওএসডি। এদিন সন্ধেয় ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের একটি বিশেষ দল রাজভবনে গিয়ে রাজ্যপালের শারীরিক পরীক্ষাও করেন।
আরও পড়ুন: BJP Joining: বিজেপিতে যোগ দিলেন ত্রিপুরার একমাত্র তৃণমূল কাউন্সিলর সুমন পাল