ধূপগুড়ি : ট্রাফিক গার্ডের ওসি ও হোম গার্ডের তীব্র বচসা। হোম গার্ডের হাতে হেনস্থার শিকার হলেন ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা। ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি সামনে আসে।
ঘটনার সূত্রপাত রবিবার সকালে। প্রতিদিনের মত ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকায় মোটর বাইক চেকিং চলছিলো। সেইসময় ধূপগুড়ি থানার এক হোমগার্ড হেলমেট ছাড়া বাইক নিয়ে আসলে ওনাকে আটকানো হয়। নিজেকে ধুপগুড়ি থানার কর্মী বলে পরিচয় দেন তিনি, তবে আইন যেহেতু সবার জন্য সমান এই কারণে ওনার মোটরবাইক ছাড়া হয়নি। তাঁকে কাগজ নিয়ে অফিসে আসতে বলা হয়।
অভিযোগ ওই হোম গার্ড ট্রাফিক অফিসে না গিয়ে সোমবার আবার বাইক চেকিং পয়েন্টে যান এবং নিজের বাইকের কাগজপত্র ফেরত চান। তবে কর্তব্যরত ট্রাফিক আধিকারিক এইভাবে কাগজ ফেরত দিতে চাননি। ওনাকে ধূপগুড়ি ট্রাফিক গার্ডে দেখা করতে বলা হয় ।
আরও পড়ুন – ক্লাস শুরু হওয়ার আগেই বিক্ষোভ, প্রেসিডেন্সিতে টিএমসিপি ও এসএফআইয়ের মধ্যে তুমুল বচসা
এরপর সেই হোমগার্ড ট্রাফিক অফিসে এসেই ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার সঙ্গে তর্ক জুড়ে দেন। ভিডিওতে দেখা যায় তার সাথে রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে। এই রকম পরিস্থিতি দেখে অন্যান্য পুলিশকর্মীরা এগিয়ে আসেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
থানার পাশে ব্যস্ততম রাস্তায় এই ধরণের অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।