রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে (North Dinajpur চলল গুলি। গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে একদল যুবকের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে ডালখোলা পুরসভার তৃণমূল (TMC) ভাইস চেয়ারম্যানের ছেলে এবং ভাইপোর বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তিনি বর্তমানে রায়গঞ্জ (Raiganj) হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ফরসরা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম তৈবুর রহমান (২২)। বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামের বাসিন্দা। আহতের পরিবারের দাবি, বুধবার রাতে একটি গাড়িতে চেপে বন্ধুদের সঙ্গে ফরসরায় মোমো খেতে গিয়েছিলেন তৈবুর। সেই সময় গাড়ির হর্ন বাজানো নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর ভাইস চেয়ারম্যানের ছেলেরা তৈবুর ও তাঁর বন্ধুদের উপর গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় একটি গুলি গাড়িতে লাগে। আর একটি গুলি তৈবুরের হাতে লাগে।
আরও পড়ুন:বসিরহাট সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু
তৈবুরের পরিবার ভাইস চেয়ারম্যানের ছেলে এবং ভাইপোর বিরুদ্ধে ডালখোলা থানায় অভিযোগ করে। যদিও ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ কিংবা বা তাঁর পরিবারের কারও প্রতিক্রিয়া মেলেনি এ ব্যাপারে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদও করেনি।