বাঁকুড়া: টানা ২৪ ঘন্টা ধরে আলো নেই। প্রবল সমস্যায় এলাকাবাসী। প্রশাসনের নজর কাড়তে বিক্ষোভে সামিল এলাকার মানুষ। ঘটনাটি বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা থানার পি মোড় এলাকার।
স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেলে ঝড় বৃষ্টির কারণে পি মোড় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। ২৪ ঘণ্টা কেটে গেলেও বিদ্যুৎ না ফেরায় অবরোধের পথ বেছে নেন তাঁরা। রবিবার বিকেলে বাঁকুড়া ঝাড়্গ্রাম গুরুত্বপুর্ন রাজ্য সড়কের পি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।
তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের উদাসীনতার কারণে দুর্ভোগে পি মোড় এলাকার মানুষ। বিদ্যুৎ দফতরে জানানো হলেও কোনও কাজ কিছু হয়নি। তাই রাস্তা অবরোধ করে বিদ্যুতের দাবি জানান। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে অবরোধ। এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে গেলেও। এখনও অন্ধকারই রয়েছে ওই এলাকা।
আরও পড়ুন- Raimatang: টাকা কালেকশনে গিয়ে ব্যবসায়ীর রহস্য মৃত্যু, দেহ উদ্ধার রায়মাটাং চা বাগানে