মুর্শিদাবাদ: লকডাউনে স্কুল নেই। বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া বন্ধ। ঘরবন্দি জীবনে ভরসা বলতে মোবাইল। সেই মোবাইলই কেড়ে নিল প্রাণ। নবম শ্রেণির ছাত্র সুদীপ (নাম পরিবর্তিত) মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল। দিনের অনেকটা সময়ই সে মোবাইলে ভিডিও গেম খেলে কাটাত। তার বাবা এ নিয়ে বকাবকি করলে অভিমানে আত্মঘাতী হয়।
ঘটনাটি ঘটেছে মুর্শিবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। মঙ্গলবার রাতেও মোবাইলে গেম খেলছিল সুদীপ। এ নিয়ে বাবর সঙ্গে তার সামান্য় কথা কাটাকাটি হয়। বাবার বকুনিতে অভিমান হয় ছেলেটির। এরপর নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।
পরিবারের লোকজন তড়িঘড়ি ছেলেটিকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এমার্জেন্সি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ ভাবে মৃত্যুর খবরে পরিবারের সবাই কথা বলার শক্তি হারিয়েছেন। ছেলেটির বাবা নিজেকে সামলাতে পারছেন না। বুধবার মৃতের ময়না তদন্ত হবে। ঘটনার তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।