মধ্যমগ্রাম: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিউ ব্যারাকপুরের (New Barrackpore) গেঞ্জি কারখানায়। দাউ দাউ করে জ্বলছে গেঞ্জি কারখানা। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। পুলিশ সূত্রের খবর, একটি কারখানায় একটি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি কারখানাতেও। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আগুনে জ্বলতে থাকে গোটা কারখানা। দমকলের ঘণ্টাখানেক প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কারখানায় সিলিন্ডার ফেটে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে যায় ওই কারখানার আশপাশে আরও একাধিক কারখানায়। গোটা এলাকায় বর্তমানে আতঙ্কের পরিবেশ রয়েছে।
আরও পড়ুন: বাবার স্কুলে ছেলের বেআইনি চাকরি, সিআইডি তদন্তে সন্তুষ্ট আদালত
স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর সোংগে সঙ্গে খবর দেওয়া দমকলকে। কিন্তু দমকলকর্মীরা সময়মতো আসেনা। তাঁদের দাবি, দমকল ঠিক সময়ে এলে আগুন এতটা ছড়িয়ে পড়ত না।