হাওড়া: জাতীয়স্তরের শ্যুটার কণিকা লায়েকের (shooter, Konica Layak) ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। বালির একটি লেডিজ গেস্ট হাউসে তিনি পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। বুধবার দুপুরে তাঁর দোতলার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে কণিকার (konica Layak Death) ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস। তাতে খেলাধুলোতে আশানুরূপ ফল না-হওয়ায় মনোকষ্টের কথা তিনি লিখেছেন বলেই জানাচ্ছেন পুলিসের তদন্তকারীরা। মা-বাবার স্বপ্ন ও আশাপূরণ না-হওয়ার কথাই তিনি বারবার লিখেছেন।
পুলিস ওই তরুণীর মোবাইলটি উদ্ধার করেছে। ধানবাদের বাসিন্দা প্রতীম লায়েকের মেয়ে কণিকা। তাঁরা পাঁচ বোন। জয়দেব কর্মকার নামের এক প্রশিক্ষকের অধীনে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের ঠিক করেছিলেন বাড়ির লোক। কিন্তু, তা নিয়ে কোনও আক্ষেপ ছিল না কণিকার। সে বিষয়েও সুইসাইড নোটে কিছু লেখেননি তিনি।
কণিকার বাবা পার্থপ্রতীম লায়েক বলেন, কেন এমন হল জানা নেই৷ পুলিস তদন্ত করছে৷ আমরাও এফআইআর করবো। প্র্যাকটিসের জন্যই এখানে পাঠানো হয়েছিল৷ রাত সাড়ে এগারোটা নাগাদ ফোনে কথা হয়েছিল। মোবাইল পুলিসের কাছে আছে। কেন এমন করল বুঝতে পারছি না৷
আরও পড়ুন- শুভেন্দুকে জেতাতে লোক পাঠানো হয়েছিল নন্দীগ্রামে, বিস্ফোরক সুরজিৎ
জাতীয়স্তরের শ্যুটার কণিকা লায়েক
প্রাথমিকভাবে পুলিসের অনুমান, জাতীয় স্তরের ওই খেলোয়াড় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর ট্যুইটারে সেকথাই তুলে ধরেছেন তিনি। কণিকার চিফ কোচ তথা প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ধারণা কিন্তু একটু অন্যরকম। তাঁর কথায়, ‘গত অক্টোবরে আমেদাবাদে প্রি-ন্যাশনাল মিট কণিকা যোগ্যতা মান পেরোলেও তাঁকে ন্যক্কারজনকভাবে ডিসকোয়ালিফাই করা হয়। সে চিট করে স্কোর করেছে এই মর্মে তাঁর(কণিকা) থেকে একটি মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলে জানিয়েছিল৷ সেই ঘটনা থেকে আত্মহত্যা করতে পারে৷ এই বাইরে অন্য কোনও কারণ থাকলে কারও জানা নেই৷’
২০২০-র জানুয়ারিতে ঝাড়খণ্ডে রাজ্যস্তরের রাইফেল শ্যুটিং প্রতিযেগিতায় সোনা ও রুপোর পদক পান তিনি। কিন্তু, ঝাড়খণ্ড সরকারের তরফে কোনও প্রকার সাহায্য মেলেনি বলেও ট্যুইট করেছিলেন কণিকা। দামি রাইফেল কেনার জন্য সহযোগিতা চেয়ে ছিলেন।
সেই সময় অভিনেতা সোনু সুদ ওই ট্যুইট দেখেন। তিনি ট্যুইট করে কণিকাকে জানিয়ে ছিলেন, আমি তোমাকে রাইফেল দেব। খুব তাড়াতাড়ি রাইফেল পৌঁছে যাবে কণিকার কাছে। দেশের জন্য কণিকা আরও মেডেল আনুক, সেই প্রার্থনাও করছিলেন সোনু। এদিন কণিকার ঘর থেকে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাতেও খেলাধুলোর স্বপ্নপূরণ না-হওয়ার ইঙ্গিত দিয়েছেন তরুণী এই শ্যুটার।
में आपको राइफल दूंगा।
आप देश को मेडल दे देना।
आपकी rifle आप तक पहुंच जाएगी। @SoodFoundation https://t.co/4JFXdrQl2l— sonu sood (@SonuSood) March 10, 2021