ময়নাগুড়ি : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বৃহস্পতিবার ময়নাগুড়িতে আসেন। আর সেই সময় গ্রেটার কোচবিহারের অনন্ত রায়ের নারায়ণী সেনার সঙ্গে পুলিশের বচসা বাধে। নারায়ণী সেনার প্রায় ২৫ থেকে ৩০ জনকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্যর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনার বিধিনিষেধ না মেনে তারা রাস্তায় নামে এবং জল্পেশ মন্দিরে যাওয়ার কথা বলে। বৃহস্পতিবার ময়নাগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক আসার উদ্দেশে সকালে ময়নাগুড়ির ধর্মশালায় নারায়ণী সেনা এবং বিজেপির কর্মীরা জমায়েত করে। সেখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের সঙ্গে নারায়ণী সেনার জল্পেশ মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে ময়নাগুড়িতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সেখান থেকে নারায়ণী সেনারা জল্পেশের উদ্দেশে যাত্রা শুরু করলে, পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের দাবি, করোনার সময় এতজন একসঙ্গে জল্পেশ মন্দিরে যেতে পারবে না। এই নিয়ে নারায়ণী সেনার সঙ্গে পুলিশের মধ্যে বচসা শুরু হয়। পরে ২০ থেকে ২৫ জন নারায়ণী সেনাকে আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায় ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় সহ কিছু নারায়ণী সেনা পথ অবরোধ করেন বলে জানা গিয়েছে।